ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ঝকঝকে মলাটের নতুন পাঠ্যবইয়ের ভুল নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশিত : ১১:০৩, ৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৩, ৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ঝকঝকে মলাটের নতুন পাঠ্যবইয়ের ভুল নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই। এরইমধ্যে ভুল সংশোধনে কমিটি করা হয়েছে। তারপরও রচয়িতা ও সম্পাদকরা দায় এড়াতে পারেন না বলে মত দিয়েছেন শিক্ষাবিদরা। দক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষানীতি মেনে স্বাধীনতার চেতনায় গড়ে তুলতে হবে প্রতিটি পাঠ্যপুস্তক। বছর শুরুর আগের দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন ’জাতীয় বই উৎসব-২০১৭’। আর নতুন বছরে প্রথম দিনেই প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় প্রায় ৩৬ কোটি নতুন বই। এর পরই আলোচনায় আসে পাঠ্য বইয়ের ভুলগুলো। প্রথম শ্রেণীর বাংলা বইয়ে বর্ণ পরিচয়েই এ ধরনের অসঙ্গতি। আম গাছে উঠে ছাগলের আম খাওয়ার দৃশ্য রীতিমতো দৃষ্টিকটু। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে কুসুম কুমারী দাসের ‘আদর্শ ছেলে’ কবিতাটিই বিকৃত করা হয়েছে। ’আঘাতের’ ইংরেজি করা হয়েছে এভাবেই, যার অর্থ দাঁড়ায় হৃদয়। শিক্ষাবিদরা বলছেন, ভুলে ভরা বইয়ের জন্য এর রচয়িতা আর সম্পাদকরা তো বটেই, দায়ী মন্ত্রনালয়ও। জাতীয় শিক্ষানীতির আদলে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের চেতনার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র থাকা জরুরী বলেও মনে করেন তারা। ভুল সংশোধনে তিন সদস্যের পর্যালোচনা কমিটি করা হলেও সহজেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন এই শিক্ষাবিদ। আগামীতে জাতীয় শিক্ষা নীতিমালা মেনে মুক্তিযুদ্ধের চেতনায় পাঠ্যপুস্তক প্রণয়নের পরামর্শও দিয়েছেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি