ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

'মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের পাগলামি'

প্রকাশিত : ১১:৫৫, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:৫৫, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাহী আদেশ জারি করে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক বন্ধ করে দেয়ার সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ট্রাম্পের পাগলামি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের নীতি বিশ্ব রাজনীতিতে বিভাজন তৈরী করবে। যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহনের প্রথমদিনই নির্বাহী আদেশে সই করে বন্ধ করে দেন ওবামা কেয়ার। দশ দিনের মধ্যেই তার নেয়া বেশ কিছু সিদ্ধান্ত সমালোচিত হয় বিশ্বজুড়ে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মান করে প্রতিবেশি দেশটির সাথে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন ট্রাম্প। এছাড়া কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সমায়িক নিষেধাজ্ঞা আরোপে খোদ যুক্তরাষ্ট্রেই প্রতিবাদ হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এ ধরনের নীতি মুসলিমদের প্রতি তার বৈরি মনোভাবেরই বহিঃপ্রকাশ। ক্ষমতার দশ দিনে নেয়া বিতর্কিত এসব সিদ্ধান্ত মার্কিন ইতিহাসে বিরল বলেও জানালেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি