ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

গাইবান্ধা সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন

প্রকাশিত : ১৯:২১, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২১, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলায় জড়িত ছিল। এ বিষয়ে ৭ই ফেব্র“য়ারি আদেশ দেওয়ার দিন ঠিক করেছেন আদালত। গেল বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে বসবাসকারী সাঁওতালদের সাথে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অন্তত ২০ জন। সেইসাথে সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন দিয়ে তাদের উচ্ছেদ করা হয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ঘটনা তদন্তে গঠন করা হয় বিচার বিভাগীয় কমিটি। গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ শহিদুল্লাহ সোমবার তদন্ত প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন। ৬৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনের সঙ্গে ১০০১ পৃষ্ঠার আনুষঙ্গিক কাগজপত্রও জমা দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সাঁওতালদের বাড়ি-ঘরে আগুন দেয়ার ঘটনায় স্থানীয় কয়েকজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যই দায়ী। বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের বেঞ্চে  মঙ্গলবার রিপোর্ট উপস্থাপন করা হয়। রিটকারীসহ মামলার সব পক্ষ এ প্রতিবেদনের কপি এখনো না পাওয়ায় আদেশের জন্য ৭ই ফেব্র“য়ারি দিন ঠিক করেছেন হাইকোর্ট বেঞ্চ। সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় গেল ১৪ ডিসেম্বর বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি