ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

ঢাবিতে সরস্বতী পূজার আয়োজন

প্রকাশিত : ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২২, ১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

অশিক্ষা আর কুসংস্কার দুর করার প্রার্থণায় উদাযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী বন্দনা। বুধবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় পুজার আনুষ্ঠানিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিভিন্ন বিভাগ পুজার আয়োজন করে। হলজুড়ে এখন উৎসবের আমেজ। এদিকে সরস্বতী পূজার নিরাপত্তায় আইনশৃংলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজহাসে চড়ে স্বর্গ থেকে ধরায় নেমে এসেছেন বিদ্যার দেবী সরস্বতী। প্রতিবছর এই দিনের অপেক্ষায় থাকের শিক্ষার্থীরা। দেবীর চরণে পূষ্প অর্পন করে কৃপা লাভের আশায় তাই মন্ডপে জড়ো হয়েছেন জ্ঞান পিপাসুরা। দেবী সরস্বতীর নামে অঞ্জলি দিয়ে প্রার্থনা করেন সবাই। প্রত্যাশা সুশিক্ষা লাভ করবে সবাই। দেশ থেকে দূর হবে অজ্ঞতা। বানী বন্দনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রয়েছে তিন দিনের আয়োজন। রাজধানীর খামার বাড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোন ধর্মীয় উৎসবই এখন আর ধর্মীয় সীমানায় বিবেচনা করা হয় না। এদিকে দেবীর চরণে পুষ্প দিয়ে হাতেখড়ির মাধ্যমে শিক্ষাজীবনে প্রবেশ করে অনেক শিশু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি