ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

চট্টগ্রামে অগ্নিদূর্ঘটনারোধে সেবাদানকারী বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ

প্রকাশিত : ১৮:৫৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে অগ্নিদূর্ঘটনারোধে সেবাদানকারী বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসন মিলনায়তনে এ নির্দেশনা দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়ায়, মহল্লায় সচেতনতামূলক প্রচারণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেন বক্তারা। সাম্প্রতিক সময়ে বন্দরনগরীতে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে অগ্নিকান্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের তথ্যমতে শুধুমাত্র জানুয়ারিতেই নগরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৫০টি। এছাড়া গত ২৭ জানুয়ারি নিরাপদ হাউজিং সোসাইটির একটি বাসায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। এছাড়া রোববার একই দিনে নগরীতে তিনটি অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসব দূর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন বিষয়ক জনসচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় নগরীর ৫০টি ঝুঁকিপূর্ণ মার্কেট ও বহুতল ভবনের তালিকা তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুমিনুর রশীদ। নগরবাসীর মধ্যে অগ্নিদূর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। দূর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে তথ্য দেয়ার মানসিকতা নগরবাসীর মধ্যে এখনো গড়ে উঠেনি বলে সভায় মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া ফায়ার লাইসেন্স নিতে বিড়ম্বনা কমানো ও অগ্নিনির্বাপক যন্ত্র সহজলভ্য করা দাবি জানান ব্যবসায়ীরা। অগ্নিকান্ড প্রতিরোধে প্রতিটি মার্কেট ও বাসা বাড়িতে ফায়ার অ্যালার্ম, ফায়ার এক্সটিংগুইসার সহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান জেলা প্রশাসক। মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার শনাক্ত, বিশেষজ্ঞের দ্বারা নিয়মিত গ্যাস, বিদ্যুতের লাইন পরীক্ষা, ব্যবসায়িক এলাকাসহ প্রতিটি এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের তাগিদ দেয়া হয় সভায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি