ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

গাজীপুরে ঝুঁকিপূর্ণ ২ ব্রিজের উপর দিয়ে চলছে যানবাহন

প্রকাশিত : ১১:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু’টি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে চলছে যানবাহন। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা স্থানীয়দের। ব্রিজ দু’টিকে ঝুঁকিপূর্ণ স্বীকার করলেও, বিকল্প ব্যবস্থা নিচ্ছে না গাজীপুর সড়ক বিভাগ। গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘাটাখালি নদীর ওপর ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় আরসিসি ব্রিজ। এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পাশেই আরেকটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয় প্রায় একযুগ আগে। পরে আরসিসি সেতুর অর্ধেকটা ভেঙ্গে পড়লে জোড়াতালি দিয়ে সচল রাখা হয়। বর্তমানে দু’টি ব্রিজই ঝুঁকিপূর্ণ। এই ব্রিজ দু’টির উপর দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। উত্তরবঙ্গের ১৯ জেলায় চলাচল করা ভারী যানবাহনের চাপে যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে বলে আশংকা চালক ও যাত্রীদের। এদিকে, ব্রিজ দু’টিকে ঝুঁকিপূর্ণ স্বীকার করে দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড টাঙিয়ে দায় সেরেছে সড়ক বিভাগ। দ্রুত ব্রিজ দু’টি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি