ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন বেটসি ডিভোস

প্রকাশিত : ১০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৪০, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ১১তম শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে চলেছেন শিক্ষাবিদ বেটসি ডিভোস। একজন সিনেটর টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটে এ স্বীদ্ধান্ত নেয়া হয়। নিকটতম আরো দুই প্রতিদ্বন্দীকে তিনি  টাই ব্রেকারের মাধ্যমে পরাজিত করেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে বেটসি ডিভোস সুপরিচিত। যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে তিনি আরো বেগবান করবেন বলে আশাবাদ জানিয়েছে সিনেট।  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় কাজ করেছেন তিনি। তবে বিরোধিরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনে তেমন কোন উন্নতি করতে পারবেন না এই নতুন শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি