ঢাকা, রবিবার   ১৮ জানুয়ারি ২০২৬

কক্সবাজারে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত : ১৮:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২১, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরের কাছে পাহাড়ী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মধ্যরাতে গোলাগুলির শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। এসময় নিহত যুবকের হাতে থাকা দেশীয় বন্দুক এবং মৃতদেহের পাশে পড়ে থাকা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ইয়াবা লেনদেন নিয়ে পাচারকারী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় যুবক নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি