ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, ব্যারিকেড ডাকাতি বন্ধসহ পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
প্রকাশিত : ১৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩০, ৮ ফেব্রুয়ারি ২০১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, ব্যারিকেড ডাকাতি বন্ধসহ পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে আন্ত:জেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ওজন স্কেলে ট্রাক থামিয়ে চাঁদাবাজি করছে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর কিছু সদস্য। চাঁদা না দিলে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন ফি ৫শ টাকা হলেও ১০ হাজার টাকা আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ।
আরও পড়ুন