ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

সাত খুন মামলায় নূর হোসেন ও আরিফ হোসেনের আপিল গ্রহণ

প্রকাশিত : ১৮:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলায় দন্ডাদেশের বিরুদ্ধে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‍্যাব-১১-এর সাবেক কর্মকর্তা আরিফ হোসেনের করা চারটি আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের  বেঞ্চ এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি নূর হোসেন ও আরিফের জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী । গেলো ১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ। রায়ে ২৬ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আর নয়জনকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি