ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

বগুড়ার গাবতলীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পোড়াদহ মেলা

প্রকাশিত : ১১:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৬, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বগুড়ার গাবতলীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দেড়’শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। এই মেলা চলে ৩ দিন পর্যন্ত। পরের ২দিন মেলার নাম হয় বৌ মেলা। এসময় কেনাকাটা করেন এলাকার বৌ-ঝিরা। নানা রকমের মাছের সমারোহ থাকে এ মেলায়। ব্রিটিশ শাসনামলে বগুড়ার গাবতলীর পোড়াদহ এলাকায় গাড়ীদহ নদীর তীর ঘেঁষে আস্তানা গড়েছিলেন সন্ন্যাসীরা। বহু বছর পর স্থানীয়রা এখানে সন্ন্যাসী পুজার আয়োজন করেন। সেই সাথে গোড়াপত্তন হয় পোড়াদহ মেলার। মেলার মূল আকর্ষণ বিভিন্ন ধরনের বড় বড় মাছের সমাহার। প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই মেলার। আর পরের দুদিন এলাকার বৌ-ঝিরা আসেন মেলা দেখতে। তখন এর নাম হয় বৌ-মেলা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি