আজ পহেলা ফাল্গুন
প্রকাশিত : ১৪:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
ঋতুরাজ বসন্তের প্রথম দিন আজ- পহেলা ফাল্গুন। শীতের রুক্ষতা শেষে পত্রপল্লবে ফিরছে সজীবতা; বাতাসে আমের মুকুলের মিষ্টিঘ্রান। দখিনা হাওয়ায় উতাল মনোজগতও।
বাংলা বর্ষপঞ্জির হিসেবে ফাল্গুন- চৈত্র দু’মাস বসন্ত কাল। শীতের বিদায় আর গ্রীস্মের আগমনের সন্ধিক্ষণের এই সময় বাঙালীর কাছে পরিচিত ঋতুরাজ হিসেবে।
শীতের রুক্ষতা পেছনে ফেলে বসন্তের উতাল হাওয়ায় নবপ্রাণের ছোঁয়া সবখানে, মহাসমারোহে প্রকৃতি খুলে দিয়েছে সৌন্দর্যের দুয়ার।
কৃষ্ণচূড়া আর শিমুলের দেখা এখনো না মিললেও পলাশের ডালে ডালে আলোর নাচন আর পাখিদের কলতান জানান দিচ্ছে- ঋতুরাজ বসন্ত এসেছে। শীতের ঝরা পাতা বিদায় দিয়ে ফাগুনের হাওয়া বইছে বনে বনে।
গাছে গাছে কচি পাতা, নানা রঙের ফুল আর আমের মুকুলের ঘ্রাণে সুবাসিত চারপাশ।
বসন্তের হাওয়া দোলা দিচ্ছে বাঙালীর মনোজগতেও।
আরও পড়ুন