রাজবাড়ীর কৃষকরা দিন দিন ঝুঁকছেন ফুল চাষে
প্রকাশিত : ১৪:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
লাভজনক হওয়ায় রাজবাড়ীর কৃষকরা দিন দিন ঝুঁকছেন ফুল চাষে। অল্প জমিতে স্বল্প খরচে বেশি আয়ের কারণে বানিজ্যিক ভিত্তিতে তারা আবাদ করছেন ফুল। আগামীতে ফুল চাষের মাধ্যমে বেকার সমস্যা দুর করা সম্ভব বলেও মনে করছেন এখানের কৃষকরা। বছরজুড়ে ফুলের কদর থাকলেও পহেলা বসন্ত, একুশে ফেব্র“য়ারিসহ বিশেষ দিন গুলোয় চাহিদা বেড়ে যায় অনেকগুণ।
জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি, দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো হে অনুরাগী- কবিতার এই পংক্তিমালার মতো ফুল প্রেমীর সংখ্যা দিন দিন বাড়ছেই। ফুল এখন আর শুধু শোভা-সৌন্দয্য বর্ধনের জন্যই নয়। পালন করছে কর্মসংস্থানেও সহায়ক ভুমিকা।
ফেব্র“য়ারি মাসে ফুলের চাহিদা থাকে সবচেয়ে বেশি। পহেলা ফাল্গুন কিংবা বিশ্ব ভালোবাসা দিবসে কাছের মানুষকে আর যাই হোক অন্তত একটি ফুল দেয়া চাই। এরপর আসে ২১শে ফেব্র“য়ারি, ফুলে ফুলে শহীদ স্মৃতির মিনার ভরে উঠার দিন। এসব দিনগুলোতে তাই অনেকগুণ বেড়ে যায় ফুল বিক্রি।
জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজবাড়ী জেলায় এ বছর ৫হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। শতাধিক কৃষক বানিজ্যিকভাবে এই ফুলের চাষ করছেন।
রাজবাড়ীতে ২০১৫ সাল থেকে শুরু হয় গ্লাডিওলাস ফুলের চাষ। এছাড়াও রজনীগন্ধা, গাঁদা, গোলাপসহ নানা ধরনের ফুলের চাষ হচ্ছে এখন। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে এসব।
আরও পড়ুন