ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

গনতন্ত্রকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশিত : ২১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২১:২৪, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

স্বাধীনতার চেতনাকে নস্যাত করে সরকার গনতন্ত্রকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। মির্জা ফকরুল বলেন, যারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তারা জনগন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার এবং প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি