শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়
প্রকাশিত : ১৮:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:০৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭
প্রাণিসম্পদ সেবা উপলক্ষে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ প্রদর্শনীতে থাকবে ৫ লাখ টাকা দামের কবুতর, ৪০ লিটার দুধ দেওয়া গাভি, উন্নত জাতের ছাগল, ভেড়া, পোষা কুকুর, গোয়েন্দা কুকুরসহ বিভিন্ন প্রাণি। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক। চট্টগ্রামের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাণি সম্পদ সেবা পালিত হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন