ঢাকা, বৃহস্পতিবার   ২৯ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামে শুরু হয়েছে ৫ দিনের একুশে বই মেলা

প্রকাশিত : ১২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামে শুরু হয়েছে ৫ দিনের একুশে বই মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শিশু নিকেতন বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। মেলায় একশোটি স্টলে শিশুতোষ গল্প, উপন্যাস, কবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে। এছাড়াও সন্ধ্যায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি