ঢাকা, মঙ্গলবার   ০৫ আগস্ট ২০২৫

তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে পরিবহন ধর্মঘট

প্রকাশিত : ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চুয়াডাঙ্গার সকল রুটে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে। গতকাল রায় ঘোষণার পর জেলা পরিবহন শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে চুয়াডাঙ্গার সাথে সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পণ্য পরিবহন করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, শনিবার খুলনা বিভাগীয় শ্রমিক নেতাদের সাথে বৈঠকের পর বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি