সাংসদ লিটন হত্যা মামলায় আটক সাবেক এমপির বাড়ি থেকে পিস্তল এবং গুলিসহ ম্যাগজিন উদ্ধার
প্রকাশিত : ১৯:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার সাবেক এমপি ডাক্তার আব্দুল কাদের খানের গ্রামের বাড়ি থেকে একটি পিস্তল, ৬ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রিমান্ডে কাদের খান বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ওই মামলায় আরেক আসামী আনোয়ারুল ইসলাম রানাকে ঢাকা থেকে গ্রেফতারের পর গাইবান্ধায় নেয়া হয়েছে।
গাইবান্ধায় সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আনোয়ারুল ইসলাম রানাকে বুধবার রাতে ঢাকা থেকে গ্রেফতারের পর গাইবান্ধায় নেয় পুলিশ। বৃহস্পতিবার দুপরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রানাকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এদিকে, এর আগে গ্রেফতার জাতীয় পার্টির নেতা সুন্দরগঞ্জর সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খান বর্তমানে রিমান্ডে রয়েছে। তার দেয়া তথ্য অনুযায়ী বাড়িতে অভিযান চালীয়ে মাটি খুড়ে পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
সাংসদ লিটন হত্যা মামলায় তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।
হত্যার সঠিক কারণ অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে তারা।
আরও পড়ুন