ইরাকের মসুল বিমানবন্দর পুর্নদখল
প্রকাশিত : ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
ইরাকের মসুল বিমানবন্দর আইএস এর হাত থেকে পুর্নদখল করেছে দেশটির সরকারি বাহিনী।
মসুল শহর নিয়ন্ত্রণে নিতে বিমানবন্দরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিলো। বিমান হামলাসহ সামরিক বাহিনীর চার ঘণ্টা অভিযানে পাল্টা হামলা চালায় আইএসও। বিমানবন্দরের ভবনে আগুন লাগিয়ে ও রানওয়ে ধ্বংস করে ফেলে জঙ্গীরা। শিয়া, কুর্দি যোদ্ধাসহ এক লাখ সেনা নিয়ে মসুলের পশ্চিমাঞ্চল পুর্নদখলে নেমেছে ইরাকি বাহিনী। গাড়িবোমা এবং ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপের মাধ্যমে সরকারি বাহিনীর পাল্টা জবাব দিচ্ছে জঙ্গীরাও। গেলো মাসে জঙ্গিদের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল মুক্ত করে সেনারা।
আরও পড়ুন