জয় পেয়েছে জুভেন্টাস
প্রকাশিত : ২০:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলে জয় পেয়েছে জুভেন্টাস। পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
শীর্ষে উঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দুদল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে রিতিতেয় যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় জুভেন্টাস। ৭২ মিনিটে ফরোয়ার্ড মার্কো পিয়াতসার গোলে লিড পায় জুভেন্টাস। এর দুই মিনিট পরেই গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল আলভেস। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। রাতে অন্যম্যাচে, লিস্টার সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে সেভিয়া।
আরও পড়ুন