উত্তরা আবাসিক এলাকার লেক আবর্জনা আর দুর্গন্ধে ভরপুর
প্রকাশিত : ১৩:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
একদিকে নোংরা আবর্জনা অন্যদিকে দুর্গন্ধে ভরপুর উত্তরা আবাসিক এলাকার লেক। কোথাও ঝাঁকে ঝাঁকে মশা, কোথাও আবার কচুরিপানার স্তুপ। সবমিলে স্বস্তিতে নেই অভিজাত এলাকা উত্তরার মানুষ।
মডেল টাউন উত্তরার বিভিন্ন পাশ দিয়ে এঁকেবঁকে লেকের প্রবাহ। পরিকল্পনায় ছিল এই লেক হবে সৌন্দর্যের অপার আধার। কিন্তু তা এখন পরিণত হয়েছে দুর্গন্ধযুক্ত নোংরা খালে। সবচেয়ে বেশি দুরবস্থায় আছেন ১০, ১১ ও ১২ নম্বর সেক্টরের বাসিন্দারা। দেখলে মনে হয় মশার আবাদ করতেই বোধহয় এই লেকের জন্ম।
লেকের দুপাশ দখল হয়েছে অনেক আগেই। ফুটপাথ ধরে সকাল-বিকাল যারা হাঁটতে আসেন দুর্গন্ধে তারাও খুব বেশি সময় টিকতে পারেন না। আছে অবৈধ স্থাপনাও। সাথে মাদকসেবীদের যন্ত্রণা আর চোরের উৎপাত।
ওয়াসা বলছে, লেকের সমস্যা দূর করতে বড় ধরনের পরিকল্পনা তাদের রয়েছে।
অবিলম্বের দখল দূষণমুক্ত লেক চান উত্তরাবাসী।
আরও পড়ুন