ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

রাজশাহীতে ছাগল চুরির অপবাদে ২ স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

প্রকাশিত : ২০:০৪, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৪, ৯ মার্চ ২০১৭

রাজশাহীর দুর্গাপুরে ছাগল চুরির অপবাদে ২ স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে  নির্যাতন করা হয়েছে।  হাসপাতালে বিছানায় কাতরানো কিশোর দুটির অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ ইউপি সদস্যকে। এদিকে, ঝালকাঠিতে বিয়ে বাড়িতে গিয়ে মোবাইল চুরির অপবাদে নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ ও শ্বাশুড়ি। রাজশাহী দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া গ্রামে বুধবার দুপুরে ছাগল চুরির অপবাদে জার্জিস হোসেন ও রতন নামের দশম শ্রেণীর ২ শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেধে বেধড়ক পেটানো হয়। কেউ তাদের বাধা তো দেয়’ইনি, উল্টো দু’দফা নির্যাতনের পর সালিশ করে ঐ শিক্ষার্থীদের পরিবারের কাছ থেকেই ১৬ হাজার টাকা আদায় করে, তা ভাগাভাগি করে নেয় স্থানীয় জনপ্রতিনিধিরা। নির্যাতনে শিকার ২ কিশোর দুর্গপুর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মোতালেব ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি সদর উপজেলার আগরবাড়ি গ্রামে মোবাইল চুরির অভিযোগ এনে, বিয়ের বাড়িতে আসা দিনমুজরের স্ত্রী ও পূত্রবধুকে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছে। ঘটনার বিচার চেয়েছেন ভুক্তোভোগিরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি