ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কেমন আছেন সিফাত ও শিপ্রা? (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১১ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সুস্থ ও নিরাপদে আছেন সদ্য কারামুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত নিহত মেজর সিনহার সহযোগী শাহেদুল ইসলাস সিফাত ও শিপ্রা দেবনাথ। গতকাল সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকে তারা এ কথা জানান।

এ সময় সিফাত তার বিরুদ্ধে করা মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করে বলেন, ‘তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে বের হওয়ার পর একটি নম্বরবিহীন গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে বলে যেই গুঞ্জনটি গণমাধ্যমে ছড়িয়েছে; সেটি ঠিক নয়। পাশাপাশি ওই গাড়িটি তার পারিবারিক গাড়ি ছিল বলেও জানান সিফাত।

এদিকে, স্বজনরাও দাবি করছেন শিপ্রা ও সিফাত দুজনই ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে তারা তাদের পরিবারের সদস্যদের সাথে রয়েছেন। 

এর আগে গতকাল দুপুরে সিফাত এবং গত বোরবার শিপ্রা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান।  

শিপ্রা দেবনাথ বলেন, ‘প্রতিনিয়ত যে গুজবগুলো আসছে, অনুরোধ করবো সেসবে কান দিবেন না। প্রকৃত খবর আমরাই আপনাদের দিব। আমাদর সুষ্ঠু বিচার ছাড়া আর কিছুই চাওয়ার নেই।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি