ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

জেএমবি’র আমির সাইদুর রহমানসহ ৩ জনকে সাড়ে ৭ বছর করে কারাদন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবি’র কারাবন্দি আমির সাইদুর রহমানসহ ৩ জনকে সাড়ে ৭ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস বৃহষ্পতিবার বিকেলে রায় ঘোষণা করেন। পাঁচ বছর আগের এ মামলার অপর দুই আসামি আব্দুল্লাহ হেল কাফী ও তার স্ত্রী আয়শা আক্তার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। 
২০০৭ সালে শায়খ আব্দুর রহমানসহ জেএমবি’র শীর্ষ নেতাদের ফাঁসির পর থেকেই আলোচিত ছিলেন হবিগঞ্জের সাবেক জামায়াত নেতা মাওলানা সাইদুর রহমান ওরফে জাফর। হাল ধরেন নিষিদ্ধ সংগঠন জেএমবির।

২০১০ সালের ২৫ মে রাজধানীর দনিয়ার নূর মসজিদ এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হয় সাইদুর রহমান, আব্দুল্লাহ হেল কাফী ও তার স্ত্রী আয়শা আক্তার। পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কদমতলী থানায় মামলা হয়।
ওই মামলারই রায় ঘোষণা হলো বৃহষ্পতিবার।
মাওলানা সাইদুরের বিরুদ্ধে শিবগঞ্জ ও কদমতলী থানায় আরও মামলা রয়েছে। এছাড়া আগেই আরও একটি মামলায় ২০ বছরের কারাদন্ড রয়েছে তারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি