ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

সিরাজগঞ্জে নির্বাচন স্থগিত হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রতিক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশিত : ১৮:৫২, ১৭ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৫২, ১৭ মার্চ ২০১৬

e clashসিরাজগঞ্জের সীমানা জটিলতায় হাইকোর্টে সয়দাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রতিক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, নির্বাচন কমিশন দ্বিতীয় দফায় আগামী ৩১ মার্চ সিরাজগঞ্জ সদরের সয়দাবান ইউনিয়নের নির্বাচনের তারিখ নির্ধারণ করে। বর্তমান চেয়ারম্যান সপ্তিক আহমেদ মিঠু সীমানা জটিলতা দেখিয়ে হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করে। বুধবার সকালে এ সংক্রান্ত চিঠি উপজেলায় আসলে চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায় সকল প্রার্থীর সমর্থকরা। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আহত হন ১০ জন। এদিকে গত রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়া ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস হাসানের দুটি নির্বাচনী প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নোয়াখালীতে ইউপি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সুবর্ণচর উপজেলার আটটি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি