ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

এখনো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৫:৪৩, ২৪ জুন ২০১৭

এখনো ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় কমলাপুর রেল স্টেশনে। আসন না থাকলেও কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছেন যাত্রীরা। অনেকে আবার জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ট্রেনের ছাদে। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ থাকলেও, অনেকটা নির্বিঘেœই মিলছে টিকিট। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বলেন, অন্য যে কোন সময়ের তুলনায় এবার স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। 

রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ। এখনো ঘরমুখো মানুষের দীর্ঘ সারি কমলাপুর রেল স্টেশনে। আসন না পেলেও টিকিট কেটে অতিরিক্ত যাত্রী হয়ে ছুটছেন গন্তব্যে।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনের চিত্র একই রকম। ছাদেও অসংখ্য মানুষ।

গাবতলী বাস টার্মিনালেও ব্যস্ত যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। তবে, এখানকার চিত্র কিছুটা ভিন্ন। কাউন্টার ম্যানেজার ও পরিবহন শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির দুইদিন আগে সাপ্তাহিক ছুটি হওয়ায় চাপ কিছুটা কম।
যাত্রীরাও সন্তুষ্ট সহজে বাসের টিকিট পেয়ে।

শনিবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঝটিকা সফরে যান গাবতলী বাস টার্মিনালে। অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা, সেব্যাপারে খোঁজ খবর নেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অন্য যেকোন সময়ের তুলনায় এবারের ঈদযাত্রা সন্তোষজনক।
রংপুরে সড়ক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ ধরে মন্ত্রী সবাইকে ঝুঁকিপূর্ণ বাহন এড়িয়ে চলার পরামর্শ দেন।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি