ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:১৬, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি একথা বলেন। রাজনীতিবিদ, কূটনীতিক ও তিন বাহিনী প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

ঈদুল ফিতরে গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং দুস্থ ও অসহায় মানুষের কথা মন দিয়ে শোনেন ও সমাধানে আশ্বস্ত করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার মাপকাঠিতে দেশ অনেক সুস্থির অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার যেকোনো মূল্যে দেশে এই স্বস্তির পরিবেশ ধরে রাখবে।

পরে প্রধানমন্ত্রী বিভিন্ন দলের রাজনীতিবিদ, কূটনীতিক ও তিন বাহিনী প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আসেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও ব্যবসায়ী নেতারা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি