ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমাজবিজ্ঞানী ও সংসদ সদস্য অধ্যাপক মাসুদা চৌধুরী মারা গেছেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহ... রাজিউন)। তিনি আজ ভোর সাড়ে তিনটায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জোহর নামাজের পর মগবাজারে তার বাসভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আছরের পর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে তার চট্টগ্রামের লালদীঘি মাঠে তৃতীয় জানাজা  অনুষ্ঠিত হবে। পরে চতুর্থ জানাজা শেষে রাউজানের গহীরা গ্রামে তাকে দাফন করা হবে। 

মাসুদা এম রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। অত্যন্ত সৎ, আদর্শবান, বিনয়ী ও সদালাপী শিক্ষক ছিলেন মাসুদা এম রশিদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার পাশাপাশি সহপাঠ কার্যক্রমেও অধ্যাপক মাসুদা চৌধুরী ছিলেন আন্তরিক ও নিবেদিতপ্রাণ। মাসুদা বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট আন্দোলনেও গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি শিক্ষার্থীবান্ধব একজন অধ্যাপক ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সমাজবিজ্ঞান অঙ্গন একজন নিষ্ঠাবান শিক্ষককে হারালো।

শোকবার্তায় উপাচার্য তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

সূত্র-বাসস

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি