ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

রাজধানীর রাস্তা ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:২০, ২৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের দিন রাজধানীর রাস্তা ফাঁকা হলেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড়। আনন্দে মেতেছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ঈদ-উৎসবে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্তা। 

ঈদের ছুটি, বিপুল সংখ্যক মানুষ বাড়ি যাওয়ায় সুনসান নিরবতায় পাল্টে গেছে ব্যস্ততম নগরী ঢাকার দৃশ্য। অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে রাজপথে। বন্ধ রয়েছে দোকানপাট। জাতীয় পতাকার পাশাপাশি রং বেরঙের পতাকায় সাজানো হয়েছে বিভিন্ন সড়ক। খালি রাস্তায় মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই।

তবে বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভীড়। বাবা-মায়ের হাত ধরে শিশুরা ঘুড়তে এসেছে চিড়িয়াখানায়। বানর, বাঘ, সিংহসহ বিভিন্ন প্রাণী দেখে খুশি তারা।

রমনা ও শিশু পার্কে বিভিন্ন রাইডে চড়ে নির্মল আনন্দে মেতে উঠেছে বিনোদনপ্রেমীরা। গল্প আড্ডায় মেতে উঠেন কেউ কেউ।

বর্ণিল আয়োজনে ঈদ উদযাপনে বিনোদনকেন্দ্রগুলোতে নেয়া হয়েছে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি