ঝাঁকুনির মুখে বিশ্ব অর্থনীতি, আঁচ লাগবে বাংলাদেশেও (ভিডিও)
প্রকাশিত : ১১:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২২
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনায় অস্থির বিশ্ববাজার। প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এক লাফে ছাড়িয়েছে ১শ’ ডলার। বড় উত্থান ভোজ্যতেলসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দামে। তবে বিপর্যয়ের মুখে পড়েছে বৈশ্বিক পুঁজিবাজার। অর্থনীতিবিদরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সরকারের পক্ষে ভর্তুকির চাপ সামাল দেয়া বেশ কঠিন হবে।
ইউক্রেন সংকট ঘণীভূত হওয়ায় অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার। একযোগে বাড়ছে জ্বালানি তেলসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম।
সাত বছরের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে অপরিশোধিত জ্বালানি তেলের। এক দিনেই ব্যারেলে বেড়েছে ৮ শতাংশের বেশি। ছাড়িয়েছে ১০৪ মার্কিন ডলার।
পিছিয়ে নেই প্রাকৃতিক গ্যাসের দামও। রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দিনেই মূল্যবৃদ্ধি ৬ শতাংশ।
ভোজ্যতেলের বিশ্ববাজারও অস্থির। প্রতি পাউন্ড সয়াবিন তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে উন্নীত হয়েছে ৭৫ সেন্টসে। এছাড়া এক দিনের ব্যবধানে প্রায় ৬ শতাংশ বেড়েছে গমের দাম। ভুট্টায় মূল্যবৃদ্ধি পাঁচ শতাংশের বেশি।
রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই বিশ্ববাজারে গম ও ভুট্টার অন্যতম বড় সরবরাহকারী। পাশাপাশি রাশিয়া বিশ্ববাজারে শীর্ষ তেল, গ্যাস ও কয়লার যোগানদাতা।
অর্থনীতিবিদরা বলছেন, ইউক্রেন সংকটের দ্রুত সমাধান না হলে বড় ধরনের ঝাঁকুনি খেতে পারে বিশ্ব অর্থনীতি। যার আঁচ লাগবে বাংলাদেশেও।
এদিকে ইউক্রেন সংকট যুদ্ধে রূপ নিলে বন্ধ হয়ে যেতে পারে কৃষ্ণ সাগরের জাহাজ চালাচল, যার প্রভাবে বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য।
অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যরেলপ্রতি দেড়শো ডলার ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া খাদ্যপণ্যের দামও আরো বড়বে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভতুর্কিও চাপ সামাল দেয়া।
সব মিলিয়ে সরকারের এই বছরের ভর্তুকির পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকা হয়ে যাবে, সেটা সরকারের বাজেটের প্রায় ২০ শতাংশ।
এমনটা বাংলাদেশে কখনও হয়নি। ভর্তুকি এভাবে বাড়ানো সম্ভব নয়। যেকারণে এ ব্যাপারে সরকারকেও সাবধান হতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রথম দিন পণ্যবাজার ব্যাপক উর্ধ্বমুখী প্রবণতা দেখালেও বড় দরপতনে হয় বৈশ্বিক পুঁজিবাজারে। যার ব্যতিক্রম ছিল না বাংলাদেশেও।
এসবি/
আরও পড়ুন
 
				        
				    






























































