ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

বন্যার্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু সেনাবাহিনীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১৮ জুন ২০২২

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে গত কয়েকদিন ধরে লাখ লাখ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। পানি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছাড়ছে সাধারণ মানুষ। এ অবস্থায় বন্যার্তদের সহায়তায় মাঠে নেমেছে সেনাবাহিনী। 

এবার সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য টোল ফ্রি নম্বর চালু করেছে সেনাবাহিনী। এসব নম্বরে বিনামূল্যে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ জুন) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। এসব নম্বরে বিনামূল্যে ফোন দিয়ে সেনাবাহিনী সহায়তা নেওয়ার জন্য বলা হয়েছে।

সেনাবাহিনী-১
নম্বরগুলো হচ্ছে- 01769177266, 01769177267, 01769177268, 01852788000, 01852798800, 01852804477, 01987781144, 01993781144, 01995781144, 01513918096, 01513918097, 01513918098.
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি