ঢাকা, সোমবার   ০৩ জুন ২০২৪

‘ত্যাগের চেতনায় দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করি’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১০ জুলাই ২০২২ | আপডেট: ০৯:১১, ১০ জুলাই ২০২২

ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ঈদুল আজহা মানে ত্যাগের উৎসব। আসুন, ত্যাগের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজেদের উৎসর্গ করি।’

রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে সবার সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতেও সবার প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী ‘সকলেই সুস্থ ও নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তার ভিডিও বার্তা শেষ করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি