ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: বিপিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ২৭ জুলাই ২০২২ | আপডেট: ১৮:৩৭, ২৭ জুলাই ২০২২

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি। সরবরাহের নিশ্চয়তা থাকায় আগামী ৬ মাসেও সংকট তৈরির কোনো আশঙ্কা দেখছে না সংস্থাটি। 

বুধবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ।

জ্বালানি তেলের মজুদ নিয়ে দেশজুড়েই কানাঘুষা। ছড়ানো হচ্ছে নানা গুজব। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এই সংবাদ সম্মেলন করে।

বিপিসি জানায়, দেশে ৩২ দিনের ডিজেল মজুদ আছে। পেট্রোল ও অকটেনও আছে পর্যাপ্ত। পাম্পগুলোকে তেল বিক্রি কমিয়ে দেয়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি। 

সংস্থাটি জানায়, দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই। রপ্তানিকারকদের সাথে চুক্তি থাকায় আগামী ৬ মাসেও সংকট তৈরি হবে না। এ মাসেই তেলের একটি বড় চালান দেশে আসছে। 

এই মুহূর্তে দেশে ৩২ দিনের ডিজেলের মজুদ আছে। আর যে পরিমাণ জেট ফুয়েল আছে তা দিয়ে চলবে কমপক্ষে ৪৪ দিন। পেট্রোল ও অকটেনের মজুদও সন্তোষজনক, বলছে বিপিসি।

রাজধানীতে কিছু পেট্রোল পাম্প গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, তেল বিক্রি কমানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। 

২০২৫ সালে মধ্যে মজুদ সক্ষমতা বাড়াতে ব্যাপক কাজ চলছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত জ্বালানি তেলে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি। 

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি