ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৪ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে নিরাপত্তা, আন্তঃসংযোগ ও বাস চলাচল নিয়ে আলোচনা হবে।

এ সময় তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে অনেক ভালো। প্রধানমন্ত্রীর দিল্লি সফর অত্যন্ত সফল হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) চারদিনের সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ তিন বছরের বিরতিতে এবারের সফরে কী কী হতে পারে, কোন্ ইস্যুতে কতটুকু আলাপচারিতা হতে পারে, সেসব থেকে কতটুকু ফল মিলবে, তা নিয়েই এখন আলোচনা ঢাকা থেকে দিল্লি সর্বত্র।

৫ সেপ্টেম্বর দিল্লি পৌঁছার পর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানানো হবে প্রধানমন্ত্রীকে। এছাড়া দেশটির নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি