ঢাকা, বৃহস্পতিবার   ২৯ মে ২০২৫

ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ২২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১০:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বৃহস্পতিবার ঢাকায় আসছেন। তিনি ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন। 

দোরাইস্বামী ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার নিযুক্ত হয়েছেন।

প্রণয় কুমার ভার্মা ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। হ্যানয় থেকে তিনি বৃহস্পতিবার ঢাকায় আসছেন। তিনি ভারতের ফরেন সার্ভিসের ১৯৯৪ ব্যাচের একজন কর্মকর্তা। ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতির বিভাগেও দায়িত্ব পালন করেছেন।
এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি