ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী খুনের ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ১৭:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৬

ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাকিল খুনের ঘটনায় প্রধান আসামি পিয়াসসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কোতোয়ালী থানার এএসপি আব্দুর রশিদ। এসময় গ্রেফতার এলপিয়াস, পিয়াস এবং তোবাকে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে  জানানো হয়, গফরগাঁও উপজেলার পাগলা ও কিশোরগঞ্জের হোসেনপুর সীমান্ত এলাকা থেকে আসামিদের আক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামিরা খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি