ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাটকীয় হারের পর দ্রুত ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৩:০৯, ২৪ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:১৫, ২৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নাটকীয় হারের পর দ্রুত ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। জাতীয় দলের অল-রাউন্ডার সাব্বির রহমান সাংবাদিকদের কাছে এই প্রত্যশার কথা জানান। ব্যাঙ্গালোর থেকে কোলকাতা পৌছানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন এই অল-রাউন্ডার। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ শান্তনার জয় চায় বলেও জানান তিনি। sabbirপর পর দুইটি ম্যাচে স্বপ্ন ভঙ্গ। বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচে খুব কাছাকাছি গিয়েও হাতছাড়া হলো জয়। স্বাগতিকদের কাছে এই নাটকীয় হারে সেমিতে যাওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো মাশরাফি বাহিনীর। তবে, অতীত ভুলে বাংলাদেশের চোখ এখন পরের ম্যাচের দিকে। ব্যাঙ্গালোর থেকে কোলকাতা পৌছার পর টিম হোটেলে বিভিন্ন বিষয়ে কথা বলেন সাব্বির রহমান। ভারতের বিপক্ষে হারটি খুবই হতাশাজনক হলেও অতীত নিয়ে অবশ্য ভাবতে নারাজ এই অল-রাউন্ডার। সুপার টেনে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি দল। আর শেষ ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। এমন কঠিন প্রেক্ষাপটেও শেষ ম্যাচে ক্রিকেট প্রেমীদের অন্তত শান্তনার জয় উপহার দিতে চায় মাশরাফি বাহিনী- এমনই আত্মবিশ্বাসের কথা শোনালেন সাব্বির। সিংক : সাব্বির রহমান শনিবার কোলকাতার ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি