ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

দুবাই গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভালে এবারও বাংলাদেশ অংশ না নেওয়ায় হতাশ প্রবাসীরা

প্রকাশিত : ১৩:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০১৬

দুবাই গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভালে এবারও বাংলাদেশ অংশ না নেওয়ায় হতাশ প্রবাসীরা। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বলেও মনে করছেন তারা। সরকারের উদ্যোগের অভাবেই এমনটি হচ্ছে বলে প্রবাসীরা অভিযোগ করলেও ব্যবসায়ীরা আগ্রহী হলে ফেস্টিভালে অংশ নেয়া সম্ভব বলে জানিয়েছেন, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা। বিশ্ব বাণিজ্য সম্প্রসারণে দুবাই গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভাল অন্যতম স্থান। নিজেদের পণ্যকে রপ্তানীযোগ্য ও ক্রেতাদের আকৃষ্ট করতে প্রতিবছরই বিভিন্ন দেশ অংশ নেয় এ ফেস্টিভালে। এবারও অংশ নিয়েছে ৭৫টি দেশ। সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশীর বসবাস। রেমিটেন্সের বিবেচনায় আরব আমিরাত দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার, অথচ গ্লোবাল ভিলেজ শপিং ফেস্টিভালে বাংলাদেশের কোনো অংশগ্রহণ নেই। এত বড় পরিসরের আয়োজনে বাংলাদেশের অনুপস্থিতির কারণে হতাশ প্রবাসীরা। সরকারী উদ্যোগের অভাবে এতে অংশ না নিতে পারার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা উদ্যোগ নিলেই কেবল ফেস্টিভালে অংশ নেয়া সম্ভব বলে জানিয়েছেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর। বিশ্বের অনান্য দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে ফেস্টিভালে বাংলাদেশের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন প্রবাসীরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি