ঢাকা, বুধবার   ১৭ এপ্রিল ২০২৪

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশী রোগী, নেই পর্যাপ্ত বেড, চিকিৎসক, নার্স ও কর্মচারী

প্রকাশিত : ১৫:২০, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ২২ এপ্রিল ২০১৬

ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশী রোগী নিয়ে চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। নেই পর্যাপ্ত বেড, চিকিৎসক, নার্স ও কর্মচারী। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। এ’ অবস্থায় হাসপাতালের অবকাঠামো উন্নয়নসহ জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। এটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেটিক ওয়ার্ডের দৃশ্য। দু’ দিন আগে রাঙ্গুনিয়া থেকে আবদুচ ছোবাহান চিকিৎসার জন্যে ভর্তি হন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। পর্যাপ্ত বেড না থাকায় জায়গা হয়নি অর্থোপেডিক ওয়ার্ডে। তাই রাখা হয়েছে ওয়ার্ডের বাইরে সিড়ির পাশের ফ্লোরে। শুধু এই ওয়ার্ড নয়, হৃদরোগসহ সব  ওয়ার্ডেই একই দৃশ্য। ১৯৬০ সালে ১২০ শয্যা নিয়ে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের। যা দিনে দিনে ১৩শ’ শয্যায় উন্নীত হয়েছে। তবে শয্যা সংখ্যা বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। এতে ব্যহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ফলে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। আউটডোর, জরুরী বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৫ হাজার রোগীকে চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যহৃত হচ্ছে বলে জানান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও। এ জন্যে অবকাঠামো উন্নয়নের কথা বলেছেন তারা। সেই সঙ্গে জনবল বাড়ানো হলে রাগীদের দুর্ভোগ কমবে বলে মনে করেন সংশ্লিস্টরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি