ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

পাকিস্তান ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাইবে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:২২, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ১৩ মে ২০১৬

এবার ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার নিয়ে দেশটি কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাইবে বাংলাদেশ। আর যুদ্ধাপরাধীদের পক্ষে দেশটির অবস্থানের কোনো পরিবর্তন না হলে সম্পর্কের বিষয়ে সরকার নতুন করে ভাববে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে, কূটনৈতিক সম্পর্ক সীমিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একাত্তরের আলবদর কমান্ডার, যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকরের আগে ও পরে পাকিস্তানের প্রতিক্রিয়া কূটনৈতিক শিষ্ঠাচারবর্জিত বলে মনে করে বাংলাদেশ। দেশটির এরকম আচরণে পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে বারবার প্রতিবাদও জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। এবার গুলশানের বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের জানালেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নতুন করে ভাবছে সরকার। তবে পাকিস্তান ও তুরস্কের প্রতিক্রিয়াকে এক পাল্লায় মাপার সুযোগ নেই বলে মনে করেন তিনি। আর রাষ্ট্রদূত প্রত্যাহারের ব্যাপারে তুরস্ক আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে ১৯৫ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আড়াল করতে পাকিস্তান বারবার এরকম আচরণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের অবস্থান পরিবর্তন না করলে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্র কমিয়ে আনা উচিৎ বলেও মনে করেন তারা। মানবতাবিরোধীদের বিচারের ব্যাপারে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি