ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালিত [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৯, ১৫ মার্চ ২০১৮ | আপডেট: ২৩:১৯, ১৫ মার্চ ২০১৮

নেপালের কাঠমান্ডুতে ইউএস এয়ারের বিমান দুর্ঘটনায় স্মরণে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

এ উপলক্ষ্যে সারাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বুকে কালো ব্যাজ ধারন করে শ্রদ্ধা জানান, সর্বস্তরের মানুষ।

এছাড়া লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।

নেপালের কাঠমান্ডুতে সোমবার ইউএস এয়ারের বিমান দুর্ঘটনায় ২৮ জন বাংলাদেশীসহ ৫১ জন নিহত হন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সিদ্ধান্ত হয় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের।

সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের স্মরণে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে জাতি। সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 

সাধারণ মানুষ সরকারের শোক দিবস পালনের সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মৃতদেহগুলো দ্রুত ফেরত আনারও দাবি জানান তারা।

বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্নস্থানে পালন করা হয় রাষ্ট্রীয় শোক।

এদিকে বিমান দূর্ঘটনায় নিহতদের মৃতদেহ দেশে আনার বিষয়ে কাজ করছে বিভিন্ন মন্ত্রণালয়।

ভিডিও:  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি