ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৪:৩২, ১৯ মে ২০১৬ | আপডেট: ১৪:৩২, ১৯ মে ২০১৬

বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নে উত্তরে আবারো একথা বলেন মুখপাত্র জন কিরবি। এছাড়া জনগণের অংশগ্রহণ, মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চিতের ব্যাপারেও একই দৃষ্টিভঙ্গির কথা জানান কিরবি। বুধবার মার্কিন পররাষ্ট্রদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও আলোচনায় আসে বাংলাদেশ প্রসঙ্গ। ২০১৪ সালের নির্বাচন প্রক্রিয়ার পাশাপাশি চলমান গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জন কিরবি। এসময় তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ জনগণের উপস্থিতিও চায় তারা। এছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের ব্যাপারেও তারা সতর্ক রয়েছে বলে জানান তিনি। সম্প্রতি বাংলাদেশের বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু নিহতের ঘটনার বিষয়টি উঠে আসে আলোচনায়। এ নিয়ে যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নিয়েছে এমন প্রশ্নের উত্তরে, এ ব্যাপারে অবগত নয় বলে জানান কিরবি।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি