ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আদালতের বেধে দেয়া ৭ দিনের মধ্যে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত না দিলে কঠোর ব্যবস্থা- শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২০:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২০:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

উচ্চ আদালতের বেধে দেয়া ৭ দিনের মধ্যে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্তর্  ফি আদায়ের তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেরা। সরকারী নীতিমালা অমান্য করে অভিভাবক ও শিক্ষার্থীদের জিন্মি বানিয়ে অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা বছরের শুরুতে  অতিরিক্তি বেতন, ভর্তি ফি আদায় করে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্টজনরা। কিছু শিক্ষা প্রতিষ্ঠান বারবার বাড়তি বেতন-ভাতা নিয়েও পার পেয়ে যাচ্ছে। বিশিষ্ট মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল বলেন, জবাবদিহীহিতার অভাবই এমনটা হচ্ছে। অতিরিক্ত বেতন-ভর্তি ফি নেয়া প্রতিষ্ঠান গুলো শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে মন্তব্য করে শিক্ষা মন্ত্রী বলেন, উচ্চ আদালতের রায় কার্যকর করা হবে। বর্ধিত বেতন-ভাতা ফেরত দিতে মন্ত্রনালয়ের নীতিমালা অনুসরণের আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি