ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে স্বাধীনতা বিরোধীরা হত্যাকান্ড চালাচ্ছে

প্রকাশিত : ১৮:২৫, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২৫, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে হত্যাকান্ডগুলো চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গেল শনিবার রাত সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় জেলা প্রশাসক আলী হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এসময়, সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি