ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, বেড়েছে দুর্ভোগ

প্রকাশিত : ১৮:৫৬, ৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:৫৬, ৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও, বেড়েছে মানুষের দুর্ভোগ। ফসল হারিয়ে দিশেহারা কৃষক। বিভিন্নস্থানে বন্যার পানি নামার সাথে সাথে প্রবল হয়েছে নদী ভাঙ্গণ। শেরপুরে পানিতে ডুবে মারা গেছে আরো ১ জন। এদিকে, পদ্মার তীব্র স্রোতে ৪টি ঘাটই ক্ষতিগ্রস্থ হয়ে ব্যাহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। দুই পাড়ে আটকা পড়েছে শত শত যানবাহন।<ংঃৎড়হম> উত্তরের বন্যাকবলিত জেলাগুলোর বেশিরভাগ এলাকার পানি নেমেছে। কুড়িগ্রামে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফসলের। আর কাজ না থাকায় কষ্টে আছেন খেটে খাওয়া মানুষেরা। সিরাজগঞ্জে বন্যার পানি কমার পর, দেখা দিয়েছে প্রবল ভাঙ্গণ। বিলীন হয়ে যাচ্ছে যমুনা পাড়ের বসতভিটা। মাদারীপুরের চারাঞ্চলে পদ্মার পানি এখনো বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে ভাঙছে পাড়। নদীগর্ভে যাচ্ছে মাঠ-ঘাট, বাড়ি-ঘর। ফরিদপুরে গেল ২৪ ঘন্টায় ধসে গেছে বেশ কিছু রাস্তা। উচু বাঁধে আশ্রয় নেয়া দুর্গতদের দিন কাটছে নানা সংকটে। এদিকে, পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪টি ঘাটই ক্ষতিগ্রস্থ হওয়ায়, রোববার সকালে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পদ্মার দুই পাড়ে আটকা পড়ে যাত্রীবাহী বাসসহ শত শত পণ্যবাহী ট্রাক। ৩ নম্বর ঘাটটি মেরামতের পর, দুপুর থেকে হালকা যানবাহন চলতে দেয়া হলেও কোন ভারী যান পারাপার হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ঘাটগুলো সচল করার চেষ্টা চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি