ঢাকা, বুধবার   ২৭ আগস্ট ২০২৫

জেলা পরিষদ নির্বাচন হবে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে

প্রকাশিত : ১৪:২৭, ২৯ আগস্ট ২০১৬ | আপডেট: ০৮:৫০, ৩০ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন হবে। জেলা পরিষদ আইনের এই সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। বৈঠকে ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সভায় ‘জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচক মন্ডলীর মাধ্যমে জেলা পরিষদ গঠিত হবে যাতে একজন চেয়ারম্যান, ১৫জন সদস্য এবং ৫ জন সংরক্ষিত সদস্য থাকবেন। স্থানীয় পর্যায়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধির সমন্বয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হবে। এদিকে নতুন আইনে আচরণবিধি লঙ্ঘন করলে ৬ মাস জেল বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ড দেয়া যাবে বলে জানান মন্ত্রীপরিষদ সচিব।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি