ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

পিরোজপুরে আওয়ামী লীগের ডজনখানেক নেতা মাঠে সরব(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৩, ১৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের ডজনখানেক নেতা মাঠে সরব। পিরোজপুর -২ আসনটি মহাজোটের জাতীয় পার্টির দখলে থাকায় ১ এবং ৩ আসন দুটি ধরে রাখতে মরিয়া আওয়ামী লীগ। অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলকে কাজে লাগিয়ে বিএনপি চাচ্ছে তিনটি আসনেই জিততে।

সংসদ নির্বাচনকে ঘিরে চাঙ্গা পিরোজপুরের ভোটের মাঠ। নৌকার পক্ষে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে ভোটারদের মনোযোগ আকর্ষনে কাজ করছেন আওয়ামী লীগের প্রায় ডজনখানেক নেতা।

অন্যদিকে ৩টি আসনেই জিততে নিরবে কাজ করছে বিএনপি। পিরোজপুুর -১ আসনে এবার ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন জাতীয় পার্টি-(কাজী জাফর) অংশের মোস্তফা জামাল হায়দার। এই আসনে যুদ্ধাপরাধ মামলায় সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদীও প্রার্থী হতে পারেন।

ভোটাররা চাইছেন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব; যিনি কাজ করবেন জনকল্যাণ ও জেলার উন্নয়নে।

ভোটারদের দাবী, প্রত্যেকটি দল থেকেই মনোনয়ন দেয়া হোক যোগ্য প্রার্থীকে। আর, সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি