ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

দুপুর পর্যন্ত পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ২৯ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৪৭, ২৯ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বেশির ভাগ পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ থাকবে। পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা কর্মী সংকটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে।      

তবে কয়টা থেকে বা কখন থেকে পাম্প খুলবে এ বিষয়ে তারা কিছুই জানান নি।  
          
জানা গেছে, নির্বাচনকে ঘিরে শনিবার (২৯ ডিসেম্বর) রাত থেকেই সব ধরনের যানবাহন বন্ধ থাকবে, আর তাই তেল বিক্রিও হবে না। এজন্য ভোট গ্রহণের দিন জ্বালানি সরবরাহ বন্ধ রাখা হবে। একই কারণে নির্বাচনের দিন বিপিসি তেল সরবরাহ বন্ধ রাখবে। আগামী সোমবারের আগে অনেক স্টেশন খোলা হবে না বলেও মালিক পক্ষ থেকে জানানো হয়েছে।  
 
এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, ‘ফিলিং স্টেশন বন্ধ রাখার জন্য কোনও নোটিশ দেওয়া হয়নি। কিন্তু অনেক স্টেশন মালিকই ভোটের জন্য কর্মীদের ছুটি দিয়েছেন। কর্মীরা গ্রামের বাড়ি যাবেন ভোট দিতে, এ জন্য এই ছুটি দেওয়া হয়েছে। এ হিসেবে আগামীকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক সিএনজি স্টেশন বন্ধ থাকবে। তবে দুপুরের পর থেকে স্টেশনগুলো খোলা পাওয়া যাবে।’    

পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, ‘টানা পাঁচ দিন সরকারি ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় অনেকে তেল তুলতে পারেনি। এ কারণে কিছুটা সংকট তৈরি হতে পারে। ছোট স্টেশনগুলোর তেলের মজুদ ফুরিয়ে যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে বেশিরভাগ পাম্প খোলা থাকবে। তবে দুপুর পর্যন্ত ভোট দিতে যাওয়ার কারণে কিছু কিছু স্টেশন বন্ধ থাকতে পারে।’  

এসি  

  


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি