ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ

প্রকাশিত : ১৩:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মের পর থেকেই রাজনৈতিক পরিবেশ, আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা শেখ হাসিনাকে করেছে ঋগ্ধ; সময়ের সাথে সাথে পরিণত হয়েছেন বিশ্বের অনন্য রাজনীতিবিদে। অর্থনীতির বিবেচনায় ভিন্ন উচ্চতায় বাংলাদেশ। গাঙ্গেয় এই ব-দ্বীপ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিস্ময়কর এক নাম। যার দক্ষ নেতৃত্বে দেশের অভূতপূর্ব এই সাফল্য- তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নতির সঙ্গে সঙ্গে বিশ্বমঞ্চেও শেখ হাসিনা হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৪৭ সালের ২৮শে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ঘরে জন্ম নেন শেখ হাসিনা। আজিমপুর গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাস করে ইডেন কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন তিনি। স্বাধীনতা যুদ্ধে বাবা বঙ্গবন্ধুর নেতৃত্ব, পরবর্তীতে দেশ গঠনে ভূমিকা- তার অভিজ্ঞতাকে করেছে সমৃদ্ধ। পরমানু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার সঙ্গে ১৯৬৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শেখ হাসিনা। তাদের দুই সন্তান- সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল। স্বামীর সঙ্গে বিদেশে থাকা অবস্থায় ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট মা, বাবা, ভাই সহ পরিবারের অধিকাংশ সদস্যকে হারান তিনি। তাদের সঙ্গে থাকায় বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। শেখ হাসিনাকেও হত্যার ষড়যন্ত্র হয়েছে বারবার। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশে গ্রেনেড হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। তবে, ২০০৮ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিবেশ করেন, দেশের উন্নয়নে। শেখ হাসিনার দৃঢ়তায় বিশ্বব্যাংকের অসহযোগিতা সত্ত্বেও নিজেদের অর্থায়নে হচ্ছে পদ্মাসেতু, বিদ্যুৎখাতে এসেছে অভাবনীয় সাফল্য, ফোরলেন হওয়ায় বদলে গেছে মহাসড়কের দৃশ্য, রাজধানীর যোগাযোগ ব্যবস্থায়ও এসেছে আমূল পরিবর্তন। তথ্য প্রযুক্তির বিকাশ আর নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে বিস্ময়কর নাম। জাতীয় আয়ে নিম্ন মধ্যবিত্তের কাতারে বাংলাদেশ। আর এ’সব অর্জন এসেছে শেখ হাসিনার হাত ধরে। সত্ত্বরতম জন্মবার্ষিকীতে নেতৃত্বের ক্ষেত্রে শেখ হাসিনা যেমন আরো বলিষ্ঠ, তেমনি দেশবাসীর কাছে আশাজাগানিয়া এক নাম।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি