ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

আজ হাঙ্গেরিতে জোড়া মাথার দুই শিশুর প্রথম অস্ত্রোপচার

প্রকাশিত : ১৪:০৭, ২৫ জানুয়ারি ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশের জোড়া মাথার দুই শিশু রাবেয়া-রোকাইয়ার প্রথম অস্ত্রোপচার করা হচ্ছে আজ। হাঙ্গেরিতে পাঠানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের আলাদা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টায় তাদের অপারেশনের প্রথম ধাপ শুরু হবে। ডা. গ্রেগ পাতাকির নেতৃত্বে একটি মেডিকেল টিম এ অপারেশন পরিচালনা করবে।
চিকিৎসকরা জানিয়েছেন, আজকের অস্ত্রোপচার সফল হলে তাদের দেশে এনে পরবর্তী অস্ত্রোপচার করা হবে।
এদিকে বৃহস্পতিবার চিকিৎসকরা তাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। সর্বশেষ শিশু দুটির শারীরিক সক্ষমতা পর্যবেক্ষণ করা হয়েছে। এর আগে টেকট্রোগ্রাফির রিপোর্ট চূড়ান্ত করেন বিশেষজ্ঞরা।
রাবেয়া-রোকাইয়ার সঙ্গে থাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. হোসাইন ইমাম জানিয়েছেন, আজ যে অপারেশন হবে তার লক্ষ্য হচ্ছে- ওদের মাথার চামড়া বাড়ানোর জন্য তিনটা বিশেষ এক্সপান্ডার বসানো। এক্সপান্ডারগুলো তিন থেকে চার মাস আস্তে আস্তে ফোলানো হবে, যাতে ওদের আলাদা করার পর মাথা দুটির ক্ষত স্থান ওই চামড়া দিয়ে ঢেকে দেয়া যায়।

প্রসঙ্গত, রাবেয়া ও রোকাইয়ার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য হাঙ্গেরি নিয়ে যাওয়া হয় তাদের।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি